ক্বারী আল-হাবিব ওয়ালিফ
- দেশ :
মরক্কোর দারুল কোরআনে লেখা পড়া সম্পন্ন করেছেন। তিনি বর্তমানে সেখানের শিক্ষক। মরক্কোর আব্দুল জামিল গাল্লাব আল-মাগরেবি থেকে দুররাহ ও শাতেবিয়্যায় দশ কেরাতের সনদ লাভ করেছেন। অতঃপর দামেস্কের শায়খুল কুররা শেখ করিম রাজেহ হতেও তিনি দশ কেরাতের সনদ পান।
যে বিষয়গুলো সব চেয়ে বাশি ভিজিট করা হয়েছে।
- Al-Mus'haf Al-Murattal - আল-হাবিব ওয়ালিফ
- বর্ণননা: Warsh from Naafi'
- বিন্যাস :তারতিল তেলাওয়াত ।
- বিষয় সংখ্যা : 14
- সর্ব শেষ সংজোযন : 26 Shawwal 1430
- ভিজিট সংখ্যা : 54,934