অনুসন্দ্বান
সকল বিভাগ

সাইট সম্পর্কে

ওয়েব সাইট পরিচিতিঃ

"ইসলামের পথ" একটি ইসলামি প্রকল্প যার উদ্দেশ্য হচ্ছে ইসলামিক প্রচার মিডিয়ায় কর্যকরী শক্তিশালী ভূমিকা পালন করা। এবং বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা।

আমাদের উদ্দেশ্যঃ

কোরআন সুন্নাহ নির্ভর শরয়ী জ্ঞান প্রচার প্রসারের মাধ্যমে ভ্রান্ত চিন্তা-ধারা ও দৃষ্টি ভঙ্গীর পরিবর্তন সাধন ও নতুন প্রজন্মকে সঠিক ইসলামি শিক্ষায় গড়ে তোলা।

মুসলিম উম্মাহকে একই ফ্ল্যাটফর্মে একত্রিত করার উদাত্ত আহবান জানানো ও সব ধরণের বিভক্তি ও অনৈক্য পরিহার করা। তাই সত্য ও ন্যায় অবলম্বনের শর্তে দল-মত নির্বিশেষে সকল শ্রেণীর ইসলামী ভাইদের জন্য আমাদের ওয়েব সাইট উম্মুক্ত। ইসলামী আন্দোলনের শরিক সকল দায়ী ও উলামায়ে কেরামদের মধ্যকার মতবিরোধ নিরসনে আমরা সর্বদা আহবান করে থাকি। আমরা সবাই তো একই উম্মাহের অন্তর্ভুক্ত,যার নেতা হলেন সৃষ্টিকুলের শ্রেষ্ট মানব হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও যার সংবিধান হল একমাত্র আল-কোরআন। আল্লাহ তায়ালা এরশাদ করেনঃ"তোমরা সকলে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়োনা আর তোমরা সে নেয়ামতের কথা স্বরণ কর,যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে।অতপর আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের অন্তরের মাঝে সম্প্রিতি সৃষ্টি করে দিয়েছেন ফলে তোমরা তার নেয়ামতের বদৌলতে ভাই ভাই হয়ে গেছে। তোমরা তো জাহান্নামের কিনারায় ছিলে সেখান থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়েছেন। আল্লাহ তায়ালা এমনিভাবে তোমাদের জন্য তাঁর নিদর্শনাদি বর্ননা করেন যাতে তোমরা হেদায়েতপ্রাপ্ত হয় । মুসলিম উম্মাহর সমসাময়িক ইস্যুর সাথে মুসলমানদেরকে পরিচয় করি

ে দেয়া তাঁরা যেখানেই থাকুক নাকেন ইসলামী শরিয়ার সাহায্য করা। মুসলমাদের বিরুদ্বে যে প্রোপাগান্ডা চালানো হয় তার উচিত জবাব দেয়া ও তা স্পষ্ট করে মুসলমানদের সামনে তুলে ধরা।

ইসলামী শরিয়ার নীতিমালার আলোকে সঠিক জনমত তৈরি করা

আমাদের মৌল নীতিঃ

  • আমাদের সকল মৌল নীতি কোরআন ও সুন্নাহ কতৃক প্রণীত। কোরআন ও সূন্নাহ থেকে নিসৃত শরয়ী দলীল আকড়ে ধরা ও তার উপর অটল থাকাই হল আমাদের মৌল নীতি।
  • বিশেষ কোন দল, সংগঠন ও গোঁষ্টির পক্ষালম্বন পরিহার করা।
  • কল্যাণের প্রচার ও প্রসারে ইসলামিক প্রচার মিডিয়াকে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করি ও তদের সম্পূরক হিসেবে কাজ করি।